ধর্মচক্র

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

ধর্মচক্র প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এর নবম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী সরকার কীভাবে ধর্মচক্র আয়োজন করতে হবে সেই সম্পর্কে আলোচনা করেছেন।

পরিচ্ছেদ সংক্ষিপ্তসার

এই পরিচ্ছেদে শ্রী সরকার বলেছেন েক্ত্রিত ভাবে ঈশ্বর-প্রণিধান ও ধর্মীয় আলোচনা করার নাম 'ধর্মচক্র'।

ধর্মচক্রে স্কলে সারিবদ্ধ ভাবে পাশাপাশি বসবে, মহিলারা পৃথক সারিতে বসবেন। ধর্মচক্রে প্রবেশ করার পর কোন ব্যাক্তি অপরের সঙ্গে কথা না ববলে নিজের জন্য নির্দিষ্ট আসন গ্রহণ করবেন।

নির্দিষ্ট সময়ে ঈশ্বর-প্রণিধান করবেন। ঈশ্বর প্রণিধানের প্রারম্ভে নিম্নলখিত মন্ত্রটি আবৃত্তি করা হবে–

সংগচ্ছধ্বং সংবদধ্বং সং বো মনাংসি জানতাম্‌
দেবা ভাগং যথা পূর্বে সঞ্জাননা উপাসতে
সমানী ব আকুতিঃ সমানা হৃদয়ানি বঃ
সমানমস্তু ববো মনো যথা বঃ সুশাসতি

ঈশ্বর-প্রণিধান সমাপ্ত হওয়ার পর নিঃশব্দে সকলে মিলিত ভাবে সভার জন্য অপেক্ষা করবেন।

তথ্যসূত্র