আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড) হলো আনন্দমার্গে চর্যাচর্য-এর প্রথম বা ধর্মখণ্ড পরিচ্ছেদ। আনন্দমার্গের সামাজিক বিধিবিধান কেমন হবে, শিশুর জাতকর্ম, জন্মতিথিকৃত্য, বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান — যেমন শিলান্যাস, গৃহপ্রবেশ, যাত্রাপ্রকরণ, প্রণামবিধি, বিবাহ, শ্রাদ্ধ ইত্যাদি যাবতীয় সামাজিক উৎসব-অনুষ্ঠান কী পদ্ধতিতে পালিত হবে এ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ রয়েছে এ পুস্তকে।

পরিচ্ছেদসমূহ

আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড) ৪৫ টি পরিচ্ছেদে বিভক্ত। পরিচ্ছেদগুলি হলো—

  1. শিশুর জাতকর্ম
  2. দীক্ষাপ্রণালী
  3. সাধনা
  4. তাত্ত্বিক, আচার্য ও পুরোধা
  5. আত্মবিশ্লেষণ
  6. আচার্যের সঙ্গে সম্পর্ক
  7. প্রণাম বিধি
  8. পাঞ্চজন্য
  9. ধর্মচক্র
  10. স্বাধ্যায়
  11. ধর্মমহাচক্র
  12. তত্ত্বসভা
  13. জাগৃতি
  14. শিলান্যাস
  15. গৃহপ্রবেশ
  16. বৃক্ষরোপণ
  17. যাত্রাপ্রকরণ
  18. বিবাহ-বিধি
  19. আদর্শ-গৃহস্থ
  20. জন্মতিথিকৃত্য
  21. সামাজিক উৎসবানুষ্ঠান
  22. নিমন্ত্রন-বিধি
  23. পোষাক-পরিচ্ছদ
  24. নারী ও পুরুষের সামাজিক সম্পর্ক
  25. জীবিকা নির্বাহ
  26. নারীর জীবিকা
  27. অর্থনীতি
  28. আদর্শ দায়াধিকার ব্যবস্থা
  29. বিজ্ঞান ও সমাজ
  30. সামাজিক শাস্তি
  31. শব সৎকার
  32. শ্রাদ্ধানুষ্ঠান
  33. বিধবা
  34. ভুক্তিপ্রদান
  35. সমাজমিত্রম্‌, স্মার্ত্ত, জীবমিত্রম্‌ ও ধর্মমিত্রম্‌
  36. বিভিন্ন পর্ষদ্‌
  37. উপভুক্তিপ্রমুখ
  38. সান্ধিবিগ্রাহিক, জনমিত্রম্‌ ও লোকমিত্রম্‌
  39. তোমাদের বিভিন্ন সংস্থা
  40. তাত্ত্বিক, আচার্য, পুরোধা ও তৎসংশ্লিষ্ট পর্ষদ্‌
  41. মার্গীয় সম্পদ
  42. গুরুবন্দনা
  43. শেষ কথা
  44. পরিশিষ্ট

প্রকাশনা

আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড) প্রথম প্রকাশিত হয় ১৯৫৬ সালে। প্রভাত রঞ্জন সরকার পরবর্ত্তীকালে ষাট, সত্তর ও আশির দশকে প্রয়োজনীয় ভেবে আরও কিছু নোতুন নির্দেশ সংযোজন করেন। বাংলা, হিন্দী ও ইংরাজী ভাষায় বিভিন্ন সময়ে সেগুলিকে নিয়ে ভিন্ন ভিন্ন সংস্করণ প্রকাশিত হয়।

তথ্যসূত্র