আচার্যের সঙ্গে সম্পর্ক

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

আচার্যের সঙ্গে সম্পর্ক প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এ্রর ষষ্ঠ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী সরকার সংঘ আচার্যের সাথে কীভাবে সম্পর্ক রাখা উচিত সেই সম্পর্কে আলোচনা করেছেন।

পরিচ্ছেদ সংক্ষিপ্তসার

এই পরিচ্ছেদে শ্রী সরকার বলেছেন াগে থেকে আচার্যের সাথে কোন সম্পুরক না থাকলে আচার্যের সাথে দাদা বা ভাই-এর সম্পর্ক টৈরী করা উচিত। শিক্ষাভাই যদি বয়সে ছোট হয়, তাহলে আচার্যের পদধূলি গ্রহণ করবে, আর শিক্ষাভাই যদি বয়সে আচার্যের থেকে বড়ো হয়, তা হলে আচার্যের পদধূলি গ্রহণ তার নিজের ইচ্ছার ওপর নির্ভরশীল, আবশ্যিক নয়। তবে এ'ক্ষেত্রে সাষ্টাঙ্গে প্রণাম করা উচিত নয়। গুরুভাইদের পক্ষেও এ নিয়ম প্রযোজ্য। আচার্যকে সবাই মর্যাদাসহযোগে সম্বোধন করবে।

তথ্যসূত্র