সরকারভার্স

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

সরকারভার্স হলো প্রভাত রঞ্জন সরকার এবং তাঁর সৃজন-বিশ্বের ওপর নিবেদিত একটি বহুভাষিক মুক্ত অনলাইন বিশ্বকোষ। সরকারভার্স আচার্য অভিদেবানন্দ অবধূত দ্বারা নির্মিত এবং এ. এম. রেভোল্যুশন দ্বারা পরিচালিত হয়।

ইতিহাস

সরকারভার্স-এর কাজ শুরু হয় ২০১৩ সালে অক্টোবর মাসে। সেই মাসের-ই ২১ তারিখে সরকারভার্স ইংরেজী উদ্বোধিত হয়। ডিসেম্বর ২০১৩ তে ফরাসী ভাষার সরকারভার্স-এর কাজ শুরু হয়। জানুয়ারী ২০১৪ সালে সরকারভার্স বাংলা এবন্দ সরকারভার্স হিন্দি-র কাজ শুরু হয়।

গঠন

সরকারভার্স একটি মুক্ত বহুভাষিক বিশ্বকোষ যা মিডিয়াঊইকি সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। জ্ঞান তথা তথ্য-এর সহজলভ্যতা এবং উন্মুক্ততা-র লক্ষ্যে এগিয়ে চলা এই বিশ্বকোষ-টি সম্পূর্ণ ভাবে এই স্বয়ংসেবক সম্পাদকদের দ্বারা পরিচালিত হয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ