নিমন্ত্রন-বিধি

Sarkarverse থেকে
imported>T12 কর্তৃক ১৩:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (দ্বাবিংশ)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

নিমন্ত্রন-বিধি প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এর দ্বাবিংশ অধ্যায়। এই অধ্যায়ে শ্রী সরকার কীভাবে নিমন্ত্রন করতে হবে সেই সম্পর্কে নির্দেশ দিয়েছেন।

অধ্যায় সংক্ষিপ্তসার

এই অধ্যায়ে শ্রী সরকার বলেছেন কাউকে নিমন্ত্রন করতে হলে যিনি গৃহকর্ত্তা তিনি স্বয়ং বা তাঁর পত্নী অথবা তাঁর ভ্রাতৃস্থানীয় বা ভগিনীস্থানীয়া কোন ব্যাষ্টি বা পুত্ত্রস্থানীয় বা কন্যাস্থানীয়া কোন ব্যষ্টি বাড়ির উপযুক্ত প্রতিনিধি রূপে বিবেচিত হবে।

নিমন্ত্রন যতদূর সম্ভব বাড়ি গিয়ে করা উচিত। কিন্তু যেখান্সে স্পষ্টতই বোঝা যায় যে নিমন্ত্রনকারী তারই উদ্দেশ্যে এসেছেন, সেখানে বাড়ি যাওয়ার দরকার নেই।

নিমন্ত্র উপলক্ষ্যে কিছু উপহার দিতে হ'লে ফুল উপহার দেওয়াই সব চেয়ে ভাল। তবে ফুল দেওয়াও অত্যাবশ্যক নয়। অন্য কোন জিনিস উপহার দেবার একান্ত ইচ্ছা হলে তা' অন্যান্য সকল নিমন্ত্রিতের অসাক্ষাতে বা অন্য কোন দিন দিতে হবে, অন্যথায় তা সমাজবিরোধী কাজ বলে চিহ্নিত হবে।

তথ্যসূত্র