জন্মতিথিকৃত্য

Sarkarverse থেকে
imported>T12 কর্তৃক ১৩:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Text replace - "অধ্যায়" to "পরিচ্ছেদ")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

জন্মতিথিকৃত্য প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এর বিংশতম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী সরকার কীভাবে জন্মতিথি অনুষ্ঠান পালন করতে হবে সেই সম্পর্কে আলোচনা করেছেন।

পরিচ্ছেদ সংক্ষিপ্তসার

এই পরিচ্ছেদে শ্রী সরকার বলেছেন ঈশ্বর-প্রণিধানের পর যার জন্মদিন সে গুরুজনের আশীর্বাদ ও মঙ্গলতিলক, কনিষ্ঠের প্রণাম ও মালা-চন্দন গ্রহণ করে উপহার ও আহার্য গ্রহণ করবে। সকল মাঙ্গলিক অনুষ্ঠানে ধূপ, দীপ, শঙ্খধ্বনি ইত্যাদি অপরিহার্য না হলেও ব্যবহার করা যেতা পারে।

তথ্যসূত্র