যাত্রাপ্রকরণ

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।

যাত্রাপ্রকরণ প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এ্রর সপ্তদশ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী সরকার যাত্রা কীভাবে শুরু করা উচিত সেই সম্পর্কে আলোচনা করেছেন।

পরিচ্ছেদ সংক্ষিপ্তসার

এই পরিচ্ছেদে শ্রী সরকার বলেছেন যাত্রাদিকালে তিথি-নক্ষত্রাদি বিচার করার দরকার নেই। তিনি নির্দেশ দেন গুরুমন্ত্রের দ্বারা যাত্রায় ব্রহ্মভাব আরোপ করে প্রয়োজনমত স্থানের উদ্দেশ্যে রওনা হতে। তিনি আরো বলেন তিথি-নক্ষত্রাদি বিচার করে চলতে গেলে সর্বদা সঙ্গে একটি পঞ্জিকা রাখতে হয়, যা' সম্পূর্ণ ভাবেই বাস্তব ধর্মবিরোধী।

তথ্যসূত্র