বৃক্ষরোপণ

imported>T12 কর্তৃক ১৩:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Text replace - "অধ্যায়" to "পরিচ্ছেদ")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বৃক্ষরোপণ প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এর ষোড়শ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী সরকার কীভাবে বৃক্ষরোপণ করতে হবে সেই সম্পর্কে নির্দেশ দিয়েছেন।

পরিচ্ছেদ সংক্ষিপ্তসার

এই পরিচ্ছেদে শ্রী সরকার বলেছেন অনুষ্ঠানের শুরুতে গুরুমন্ত্র জপ করতে করতে প্রথমে বৃক্ষরোপণ করতে হবে। তারপর সামান্য জল সেচন করতে করতে বলবে (যদি এইটি মিলিত অনুষ্ঠান হয়, তবে বয়োজ্যেষ্ঠকে অনুসরণ করে)—

আজকের রোপিত এই বৃক্ষ যেন ফল, ফুল, গন্ধ, মধু, পত্র ও ছায়ার স্বারা আমাদের কাছে মধুময় হয়ে ওঠে। আমরা যেন সেবা, খাদ্য, জল, বায়ু ও আলোক দানের ব্যবস্থার দ্বারা এর কাছে মধুময় হয়ে ঊঠি।

ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি।

এরপর শ্রী সরকার বলেন তুলসী, নিম, অশোক, ইয়ুক্যালিপ্‌টাস প্রভৃতি উপকারী বৃক্ষগুলিকে সশ্রদ্ধায় প্রতিপালন করা উচিত।

তথ্যসূত্র