জাগৃতি

imported>T12 কর্তৃক ১৩:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Text replace - "অধ্যায়" to "পরিচ্ছেদ")
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

জাগৃতি প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এর ত্রয়োদশ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী সরকার এবং জাগৃতিভবন (সাধারণ পূজাস্থান) সম্পর্কে আলোচনা করেছেন।

পরিচ্ছেদ সংক্ষিপ্তসার

এই পরিচ্ছেদে শ্রী সরকার নির্দেশ দিয়েছেন সকলের মিলিত প্রচেষ্টায় জাগৃতিভবন (সাধারণ পূজাস্থান) তৈরী করতে। জাগৃতিভবন হবে মার্গীদের মিলিত হওয়ার এবং মিলিতভাবে ধর্মানুষ্ঠান করার স্থান। এই স্থান হবে সকল আনন্দমার্গীদের সাধারণ সম্পত্তি এবং তারাই এই স্থানের পবিত্রতা রক্ষা করবে।

তথ্যসূত্র