রোমান সংস্কৃত বর্ণমালা

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

রোমান সংস্কৃত বর্ণমালা হ'লো প্রভাত রঞ্জন সরকার প্রণীত এক বিশেষ বর্ণমালা যার মাধ্যমে বিভিন্ন ভাষার উচ্চারণ যথাযথভাবে প্রকাশ করা সম্ভব। এই বর্ণমালার মাধ্যমে বিশেষতঃ সংস্কৃত এবং বাংলা, হিন্দী এবং অন্যান্য ভারতীয় ভাষা-র শব্দসমূহ দ্রুত এবং সঠিক ভাবে রোমান হরফে লেখা যায়।[১]

উচি এবং নীচি

রোমান সংস্কৃত বর্ণমালা-তে দুই রকমের বিশেষ বর্ণ রয়েছে। এদের নাম উচি এবং নীচি।

  • উচি-তে বর্ণের উপরে বিশেষ চিহ্ন থাকে। উদাহরণ: ú (ঊ), t́a (ট)।
  • নীচি-তে বর্ণের নীচে বিশেষ চিহ্ন থাকে। উদাহরণ: ক়, জ়।

স্বরবর্ণ

রোমান সংস্কৃত বর্ণমালা
রোমান সংস্কৃত বর্ণ বাংলা বর্ণ দেবনাগরী বর্ণ
a
á
i
ii
u
ú
r
rr
lr
lrr
e
ae
o
ao
aḿ অং अं
ah অঃ अः

ব্যঞ্জনবর্ণ

বর্গ রোমান সংস্কৃত বর্ণ বাংলা বর্ণ দেবনাগরী বর্ণ
কণ্ঠ্য ka
kha
ga
gha
uṋa
তালব্য ca
cha
ja
jha
iṋa
মূর্ধন্য t́a
t́ha
d́a
d́ha
ńa
দন্ত্য ta
tha
da
dha
na
ওষ্ঠ্য pa
pha
ba
bha
ma

অন্তস্থঃ বর্ণ

রোমান সংস্কৃত বর্ণ বাংলা বর্ণ দেবনাগরী বর্ণ
ya
ra
la
va

ঊষ্ম বর্ণ

রোমান সংস্কৃত বর্ণ বাংলা বর্ণ দেবনাগরী বর্ণ
sha
śa
sa
ha
kśa ক্ষ क्ष

রোমান বাংলা বর্ণমালা

সংস্কৃত এবং অন্যান্য ভাষার কিছু বর্ণকে বাংলায় সঠিকভাবে প্রকাশ করার জন্য প্রভাতরঞ্জন সরকার বাংলায় এইসকল বর্ণ ব্যবহার করেন।

বাংলা বর্ণ রোমান সংস্কৃত বর্ণ বিবরণ
ba বর্গীয় এবং অন্তস্থঃ ব আলাদা করার জন্য। ওষ্ঠ্যবর্ণটির ক্ষেত্রে ৰ হবে।
ক় qa আরবী, হিব্রু, এবং ফার্সি ভাষার বিশেষ শব্দের জন্য।
খ় qha
ক় qua
জ় za আরবী, হিব্রু, ফার্সি, ইংরেজি, ল্যাটিন ইত্যাদি ভাষার বিশেষ শব্দের জন্য।
ফ়
ড় ŕa প্রভাত রঞ্জন সরকার বর্ণনা করেন শব্দের মধ্যে বা শেষে ড়, ঢ় থাকলে যথাক্রমে 'ড়', 'ঢ়' উচ্চারিত হয়। 'য়'–এর মত তারাও স্বতন্ত্র বর্ণ নয়। প্রয়োজনবোধে অ– সংস্কৃত শব্দ লিখবার জন্যে ŕa এবং ŕha ব্যবহার করা যেতে পারে।
ঢ় ŕha
য়
বাংলা বর্ণ ৎ–এর জন্য ব্যবহৃত।

তথ্যসূত্র

  1. প্রভাতরঞ্জন সরকার (১৯৯৯)। বর্ণবিচিত্রা (প্রথম ও দ্বিতীয় খণ্ড) (২ সংস্করণ)। আনন্দমার্গ প্রচারক সংঘ।। 

আরও দেখুন