অস্তেয়

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

অস্তেয় হ'লো প্রভাত রঞ্জন সরকার-এর রচিত জীবন বেদ-এর চতুর্থ অধ্যায়।

অধ্যায় সংক্ষিপ্তসার

"পরদ্রব্যাপহরণত্যাগোহস্তেয়ং" অর্থাৎ অন্যের দ্রব্য দখল না করার নামই অস্তেয়। অস্তেয় শব্দের এক অর্থ 'অচৌর্য'। এখন এই 'চৌর্য' চার রকমের—

  1. স্থূল চৌর্য- স্থূলভাবে কিছু চুরি করা। সাধারণতঃ এই স্থূল চুরিকেই লৌকিক ভাষায় চুরি বলা হয়ে' থাকে।
  2. সূক্ষ্ম চৌর্য- সরাসরি চুরি না করে মানসজিক ভাবে চিন্তা করা। এর অর্থ লোকাপবাদ বা অন্য কারণে সরাসরি কিছু চুরি না করে সেই জিনিস আত্মসাৎ করার চিন্তা।
  3. স্থূল পরের প্রাপ্য বঞ্চিৎকরণ- এর অর্থ সরাসরি চুরি না করেও অন্য কাউকে তার প্রাপ্য থে্কে বঞ্চিত করা।
  4. সূক্ষ্ম পরের প্রাপ্য বঞ্চিৎকরণ'- অন্য কাউকে তার প্রাপ্য থেকে বঞ্চিত না করে মানসিক ভাবে সেই চিন্তা করা।

তথ্যসূত্র