জীবন বেদ

Sarkarverse থেকে
imported>T12 কর্তৃক ০০:১২, ১৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (→‎অধ্যায়সমূহ: )
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

জীবন বেদ প্রভাত রঞ্জন সরকার-এর রচিত একটি বই। এই বইতে তিনি মানুষের পবিত্র এবং আদর্শ গুণাবলী তথা তাদের কীভাবে সমাজে থাকা উচিত কিংবা ঈশ্বর প্রণিধান করা উচিত সেই সম্পর্কে নির্দেশ এবং তথ্য দিয়েছেন।

প্রেক্ষাপট

প্রভাত রঞ্জন সরকার এই বইয়ের শুরুতেই বলেছেন সে কোনো মানুষের ক্ষেত্রেই সাধনার ভিত্তিভূমি হচ্ছে নৈতিকতা। তবে এই নৈতিকতাই কিন্তু সাধকের চরম লক্ষ্য নয়। নৈতিকতা তার চরম লক্ষ্যে পৌঁছোনোর সহায়ক মাত্র। একজন সাধক যিনি দৃঢ়প্রতিজ্ঞ ভাবে পরমপুরুষকে প্রাপ্ত হওয়ার উদ্দেশ্যে এগিয়ে চলবেন তাঁর অবশ্যম্ভাবী ভাবে বেশ কিছু শারিরীক এব্বং মানসিক শুদ্ধিকরণ প্রক্রিয়া অভ্যেস করা উচিত। এইসকল শারিরীক এব্বং মানসিক শুদ্ধিকরণ প্রক্রিয়াগুলিকেই তিনি এই বইতে লিপিবদ্ধ করেছেন।

অধ্যায়সমূহ

জীবন বেদ পুস্তকটি ১৩ টি অধ্যায়ে বিভক্ত। অধ্যায়গুলি হ'লো—

  1. যম-সাধনা
  2. অহিংসা
  3. সত্য
  4. অস্তেয়
  5. ব্রহ্মচর্য
  6. অপরিগ্রহ
  7. সমাজে কী ভাবে থাকতে হবে
  8. নিয়ম-সাধনা
  9. শৌচ
  10. সন্তোষ
  11. তপঃ
  12. স্বাধ্যায়
  13. ঈশ্বর-প্রণিধান

প্রকাশনা

জীবনবেদ প্রথম প্রকাশিত হয় ২১ অক্টোবর ২০০৭ সালে। এর পর ২৩ শে জানুয়ারী ২০১৩ অবধি বইটির ১০ বার মুদ্রাঙ্কন হয়েছে। এই বুইটি বিভিন্ন ভাষা যথা বাংলা, হিন্দী, উর্দ্দু, ওড়িয়া, কন্নড় প্রভৃতিতেও অনুদিত এবং প্রকাশিত-ও হয়েছে।

তথ্যসূত্র