সরকারভার্স

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।

সরকারভার্স হলো প্রভাত রঞ্জন সরকার এবং তাঁর সৃজন-বিশ্বের ওপর নিবেদিত একটি বহুভাষিক মুক্ত অনলাইন বিশ্বকোষ। সরকারভার্স আচার্য অভিদেবানন্দ অবধূত দ্বারা নির্মিত এবং এ. এম. রেভোল্যুশন দ্বারা পরিচালিত হয়।

ইতিহাস

সরকারভার্স-এর কাজ শুরু হয় ২০১৩ সালে অক্টোবর মাসে। সেই মাসের-ই ২১ তারিখে সরকারভার্স ইংরেজী উদ্বোধিত হয়। ডিসেম্বর ২০১৩ তে ফরাসী ভাষার সরকারভার্স-এর কাজ শুরু হয়। জানুয়ারী ২০১৪ সালে সরকারভার্স বাংলা এবন্দ সরকারভার্স হিন্দি-র কাজ শুরু হয়।

গঠন

সরকারভার্স একটি মুক্ত বহুভাষিক বিশ্বকোষ যা মিডিয়াঊইকি সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। জ্ঞান তথা তথ্য-এর সহজলভ্যতা এবং উন্মুক্ততা-র লক্ষ্যে এগিয়ে চলা এই বিশ্বকোষ-টি সম্পূর্ণ ভাবে এই স্বয়ংসেবক সম্পাদকদের দ্বারা পরিচালিত হয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ