শিলান্যাস

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।

শিলান্যাস প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এর চতুর্দশ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী সরকার শিলান্যাস পদ্ধতি বর্ণনা করেছেন।

পরিচ্ছেদ সংক্ষিপ্তসার

এই পরিচ্ছেদে শ্রী সরকার বলেছেন, শিলান্যাস অনুষ্ঠানের সময় প্রথমেই সকলে মিলিত ভাবে ঈশ্বর-প্রণিধান করবে ও তারপর প্রধান ব্যক্তি ইষ্টক স্থাপন করতে করতে এই মন্ত্র পড়বে–

অয়মারম্ভঃ শুভায়ু ভবতু

তারপর সকলে একসঙ্গে বলবে–

আজকের এই শিলান্যাস সর্বতোভাবে সার্থক হোক। এই শিলার কাছে প্রতিবেশীরা মধুময় হোক, প্রতিবেশীদের কাছে এই শিলা মধুময় হোক, এই শিলার ওপর আমরা যেন দ্রুত কুটির নির্মাণ করতে পারি।