জন্মতিথিকৃত্য

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।

জন্মতিথিকৃত্য প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এর বিংশতম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী সরকার কীভাবে জন্মতিথি অনুষ্ঠান পালন করতে হবে সেই সম্পর্কে আলোচনা করেছেন।

পরিচ্ছেদ সংক্ষিপ্তসার

এই পরিচ্ছেদে শ্রী সরকার বলেছেন ঈশ্বর-প্রণিধানের পর যার জন্মদিন সে গুরুজনের আশীর্বাদ ও মঙ্গলতিলক, কনিষ্ঠের প্রণাম ও মালা-চন্দন গ্রহণ করে উপহার ও আহার্য গ্রহণ করবে। সকল মাঙ্গলিক অনুষ্ঠানে ধূপ, দীপ, শঙ্খধ্বনি ইত্যাদি অপরিহার্য না হলেও ব্যবহার করা যেতা পারে।

তথ্যসূত্র