আনন্দ মার্গী

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।

আনন্দ মার্গী বা মার্গী বলতে আনন্দ মার্গে দীক্ষিত বা দীক্ষিতা সদস্য বা সদস্যা-কে বোঝায়। আনন্দ মার্গে দীক্ষিত বা দীক্ষিতা সকল সদস্য বা সদস্যা-ই "আনন্দ মার্গী" বা "মার্গী" নামে অভিহিত/অভিহিতে হওইয়ার উপযুক্ত/উপযুক্তা। এ'ছাড়াও যদি এমন কেউ থেকে থাকেন যিনি আনন্দ মার্গের মতাদর্শের প্রতি বিশেষ সমর্থনশীল এবং ব্যক্তিজীবনে তা সম্যক ভাবে অনুসরণ করেন তা হলে তিনিও মার্গী নামে অভিহিত হওয়ার যোগ্য। এ'ছাড়াও অব্যশ্যম্ভাবী ভাবে সকল মার্গশিক্ষক এবং অবধূত/অবধূতিকারাও আনন্দ মার্গী।

তথ্যসূত্র