আনন্দ মার্গী

Sarkarverse থেকে
imported>T12 কর্তৃক ১৪:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (শব্দ)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

আনন্দ মার্গী বা মার্গী বলতে আনন্দ মার্গে দীক্ষিত বা দীক্ষিতা সদস্য বা সদস্যা-কে বোঝায়। আনন্দ মার্গে দীক্ষিত বা দীক্ষিতা সকল সদস্য বা সদস্যা-ই "আনন্দ মার্গী" বা "মার্গী" নামে অভিহিত/অভিহিতে হওইয়ার উপযুক্ত/উপযুক্তা। এ'ছাড়াও যদি এমন কেউ থেকে থাকেন যিনি আনন্দ মার্গের মতাদর্শের প্রতি বিশেষ সমর্থনশীল এবং ব্যক্তিজীবনে তা সম্যক ভাবে অনুসরণ করেন তা হলে তিনিও মার্গী নামে অভিহিত হওয়ার যোগ্য। এ'ছাড়াও অব্যশ্যম্ভাবী ভাবে সকল মার্গশিক্ষক এবং অবধূত/অবধূতিকারাও আনন্দ মার্গী।

তথ্যসূত্র