আনন্দমার্গে চর্যাচর্য

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।

আনন্দমার্গে চর্যাচর্য হলো আনন্দ মার্গ-এর প্রবক্তা প্রভাত রঞ্জন সরকার বা শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজী-র অদ্বৈতবাদী দর্শনের পরিপ্রেক্ষিতে নিজস্ব ধারায় মানব সমাজের জন্য রচিত ত্রিশাস্ত্র। আনন্দমার্গে চর্যাচর্য- এর ত্রিশাস্ত্র হলো— ধর্মশাস্ত্র, দর্শনশাস্ত্র ও সমাজশাস্ত্র।

খণ্ডাবলী

আনন্দমার্গে চর্যাচর্য তিনটি খণ্ডে বিভক্ত—

  1. আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)
  2. আনন্দমার্গে চর্যাচর্য (দ্বিতীয় খণ্ড)
  3. আনন্দমার্গে চর্যাচর্য (তৃতীয় খণ্ড)

প্রকাশনা

আনন্দমার্গে চর্যাচর্য-এর তিন খণ্ড বই আনন্দমার্গ প্রচারক সংঘ দ্বারা প্রথম প্রকাশিত হয় এপ্রিল ১৯৫৬-তে। এর দ্বিতীয় সংশোধিত ও পরিবর্দ্ধিত সংস্করণ প্রকাশিত হয় জানুয়ারী ১৯৬৫ তে। এর পর ২০১০ সালের মে মাস অবধি এর দশখানি মুদ্রাঙ্কন হয়েছে।

তথ্যসূত্র