আদ্যানন্দ অবধূত

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
আদ্যানন্দ অবধূত

আচার্য্ আদ্যানন্দ অবধূত (??—২০ জানুয়ারী ২০১৪) আনন্দ মার্গ-এর একজন প্রবীন সন্যাসী তথা অবধূত ছিলেন। ১৯৮০ দশকের মধ্যভাগে তিনি প্রভাত রঞ্জন সরকার-এর দ্বারা আনন্দ মার্গ ধর্মে দীক্ষিত হন এবং আনন্দ মার্গ এ যুক্ত হন। কয়েক বছর পরে যখন তাঁর বয়স ৫৫ বছর হয়, তিনি আনন্দ মার্গের সর্বক্ষণের কর্মী রূপে কাজ শুরু করেন। ২০১৩ সালে তিনি আনন্দ মার্গ কলকাতা-র প্রকাশণী বিভাগে কাজ করছিলেন।

চারিত্রিক বৈশিষ্ট্য

আদ্যানন্দ অবধূত একজন সহজ সরল নিরাড়ম্বর ব্যাক্তি ছিলেন। কর্মযোগী এই ব্যাক্তি প্রভাত রঞ্জন সরকার-এর আদর্শ এবং শিক্ষা অধ্যয়ন এবং প্রচারে তাঁর জীবন উৎসর্গ করেন। ব্যাক্তিজীবনে যারাই আদ্যানন্দ অবধূত-এর সাথে পরিচিত হয়েছেন তারাই তাঁর সরল এবং আন্তরিক ব্যাবহার-এ মুগ্ধ হয়েছেন।

"অনেক তপস্যায়" ক্যালেন্ডার

"অনেক তপস্যায়" ক্যালেন্ডার

প্রভাত সঙ্গীত এর ৩৭৬৮ সংখ্যক গান-টি আদ্যানন্দ অবধূত-এর সবিশেষ প্রিয় ছিল। তিনি এই গানটির ভাবরাশিকে কেন্দ্র করে একটি ক্যলেন্ডার তৈরী করেন।

মৃত্যু

আদ্যানন্দ অবধূত ২০১৩-২১৮ সালে বয়স-জনীত কারণে পায়ই অসুস্থ থাকতেন এবং তিনি বেশ কিছু রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। ২০ জানুয়ারী ২০১৪ তারিখে সন্ধ্যা ৭ ঘটিকায় আদ্যানন্দ অবধূত কলকাতা-র তিলজলা অঞ্চলের আনন্দ মার্গ-এর মঠে শেষ নিঃশ্বাফ ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সমস্ত আনন্দ মার্গে শোকের ছায়া নেমে আসে।

তথ্যসূত্র