আত্মবিশ্লেষণ

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।

আত্মবিশ্লেষণ প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এ্রর পঞ্চম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী সরকার যাত্রা কী রূপে আত্মবিশ্লেষণ করা উচিত সেই সম্পর্কে আলোচনা করেছেন।

পরিচ্ছেদ সংক্ষিপ্তসার

এই পরিচ্ছেদে শ্রী সরকার বলেছেন যদি কোন মার্গী যম-নিয়মের বীরোধী কোন আচরণ করেন, তবে সেই দিন কিংবা আগামী ধর্মচক্রের দিন যে কোন আচার্যের কাছে নিহের দোষ স্বীকার করবের এবং শাস্তি চেয়ে নেবেন।

আচার্য দোষী ব্যক্তিকে শারীরিক কিংবা মানসিক শাস্তি দেবেন, কিন্তু আর্থিক বা অন্য কোন প্রকারের শাস্তি দেবেন না। আচার্য শাস্তি হিসাবে সমাজসেবার কাজ দিতে পারেন, তবে এই ক্ষেত্রে তিনি নিহে সেবা নেবেন না।

যদি কৃত ভ্রান্তি সংশোধনের উপায় থাকে তবে আচার্য শাস্তি না দিয়ে অপরাধীকে দিয়ে দোষ নিবারণ করিয়ে নেবেন এবং ভবিষ্যতে সাবধান থাকতে নির্দেশ দেবেন।

অপরাধ যদি গুরুতর হয়, তবে আচার্য সর্বসমক্ষে শাস্তি দিতে পারেন, কিন্তু অপরাধের বিষ্যবস্তু সর্বসমক্ষে প্রকাশ করা চলবে না।

দোষযুক্ত আচরণ হোক আর নাই হোক, আচার্যের সামনে একটি বিবরণ দেবেন সে তিনি কতদূর যম-নিয়মের পালন করেছেন। এই ক্ষেত্রে পূর্ব বিবরণের তারিখ মনে রাখতে হবে।

তথ্যসূত্র