চরম নির্দেশ

Sarkarverse থেকে
imported>T12 কর্তৃক ১৪:০০, ২৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (নির্দেশ)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

চরম নির্দেশ হ'ল আনন্দ মার্গী-দের প্রতি প্রভাত রঞ্জন সরকার-এর একটি অতি বিশেষ নির্দেশ। শ্রী সরকার-এর নির্দেশানুযায়ী আনন্দমার্গ-এর পরম্পরায় এই নির্দেশকে এতটাই মূল্যবান বলে মনে করা হয় যে এই নির্দেশ-কে "চরম নির্দেশ (ইংরেজী: Supreme command) বলা হয়।

নির্দেশ

প্রভাত রঞ্জন সরকার-এর চরম বির্দেশ হ'লো—

যে দু'বেলা নিয়মিত রূপে সাধনা করে, মৃত্যুকালে পরম পুরুষের কথা তার মনে জাগবেই জাগবে ও মুক্তি সে পাবেই পাবে– তাই প্রতিটি আনন্দমার্গীকে দু'বেলা সাধনা করতেই হবে। ইহাই পরম পুরুষের নির্দেশ। যম-নিয়ম ব্যতিরিকে সাধনা হয় না, তাই যম-নিয়ম মানাও পরম পুরুষেরই নির্দেশ। এই নির্দেশ অমান্য করার অর্থ হ'ল কোটি কোটি বৎসর পশুজীবনের ক্লেশে দগ্ধ হওয়া। কোন মানুষকেই যাতে সেই ক্লেশে দগ্ধ হতে না হয়, সবাই যেন পরম পুরুষের স্নেহছায়ায় এসে শাশ্বতী শান্তি লাভ করে, তজ্জন্য সকল মানুষকে আনন্দমার্গের কল্যাণের পথে নিয়ে আসার চেষ্টা করা প্রতিটি আনন্দমার্গীর অবশ্য করণীয়। অন্যকে সৎ পথের নির্দেশনা দেওয়া সাধনারই অঙ্গ।