আনন্দমার্গ (প্রারম্ভিক দর্শন)

Sarkarverse থেকে
imported>T12 কর্তৃক ১৪:৩৪, ২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (→‎প্রকাশনা: ++)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

আনন্দমার্গ (প্রারম্ভিক দর্শন) প্রভাত রঞ্জন সরকার-এর রচিত একটি বই। এই পুস্তকে তিনি ধর্ম, জগৎ, বিভু সত্তা প্রভৃতির সংজ্ঞা দিয়েছেন। এ'ছাড়াও তিনি মানুষের জীবনের লক্ষ্য, তার আদর্শ জীবন প্রণালী, ধর্মাচরণ প্রভৃতি সম্পর্কেও নির্দেশ দিয়েছেন।

অধ্যায়াবলী

আনন্দমার্গ (প্রারম্ভিক দর্শন) বইখানিতে মোট নয়খানি অধ্যায় রয়েছে।

  1. ধর্ম কী?
  2. বিভু সত্তা কী?
  3. জগৎ কী?
  4. আমি কে বা কী?
  5. জগৎ বা ভূমিসত্তার সঙ্গে আমার সম্পর্ক কী?
  6. এ জগতে মানুষের কীভাবে থাকা উচিত?
  7. মানুষের লক্ষ্য কী?
  8. আধ্যাত্মিক অনুশীলন ও তার প্রয়োজনীয়তা
  9. মানুষ সাধনাকে ভয় করে কেন?

প্রকাশনা

আনন্দমার্গ (প্রারম্ভিক দর্শন) বইটি আনন্দমার্গ প্রচারক সংঘ প্রথম প্রচার করে আনন্দ পূর্ণিমা ১৯৫৬ সালে। বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় সেই বছরেরই শ্রাবণী পূর্ণিমাতে। জানুয়ারী ২০১১ অবধি বইটির মোট ৭ বার মুদ্রাঙ্কন হয়। এই বইটির বর্তমান প্রকাশক আচার্য সর্বাত্মানন্দ অবধূত।

তথ্যসূত্র