পাঞ্চজন্য

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

পাঞ্চজন্য প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এ্রর অষ্টম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী সরকার পাঞ্চজন্য নামক আনন্দমার্গের ডৈনিক অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করেছেন।

পরিচ্ছেদ সংক্ষিপ্তসার

এই পরিচ্ছেদে শ্রী সরকার বলেছেন, প্রতিদিন ভোর পাঁচ ঘটিকায় সাধক/সাধিকারা সমবেত ভাবে স্থানীয় জাগৃতিতে, কিংবা যদি জাগৃতি না থাকে তা' হলে নির্দিষ্ট কোন সুবিধাজনক স্থানে মিলিত হয়ে ৫ মিনিট প্রভাত সঙ্গীত, ১৫ মিনিট কীর্ত্তন ও অন্ততঃ ১০ মিনিট মিলিত ঈশ্বর-প্রণিধান করবে। এই নিয়ম সপ্তাহের সকল দিনেই পালিত হবে, কেবল রবিবার ছাড়া। রবিবার ১০ মিনিট প্রভাত সঙ্গীত, ১৫ মিনিট কীর্ত্তন ও কমপক্ষে ১০ মিনিট ঈশ্বর-প্রণিধান করা হবে। আনন্দমার্গের এই দৈনন্দিন প্রাতঃকালীন ক্রিয়াই পাঞ্চজন্য নামে অভিহিত হবে।

তথ্যসূত্র