গৃহপ্রবেশ

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

গৃহপবেশ প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এর পঞ্চদশ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী সরকার কীভাবে গৃহপ্রবেশ করতে হবে সেই সম্পর্কে নির্দেশ দিয়েছেন।

পরিচ্ছেদ সংক্ষিপ্তসার

এই পরিচ্ছেদে শ্রী সরকার বলেছেন গৃহকে সুসজ্জিত করে (পত্র, পুষ্প, ঘটাদির দ্বারা)প্রত্যূষে সর্বপ্রথম গৃহকর্ত্রী ও তৎপশ্চাতে ওই পরিবারের অন্যান্য নারীরা গৃহপ্রবেশ করবে। দীক্ষিতেরা এই সময়ে গুরুমন্ত্র স্মরণ করবে। এরপর শঙ্খধ্বনি করা হবে এব্বং শঙ্খধ্বনি করার সময়ে পুরুষেরা গৃহে প্রবেশ করবে এবং তাদের সাথে আমন্ত্রিত এবং আমন্ত্রিতা পুরুষ এবং নারীরাও থাকবে।

এরপর তারা আচার্যকে (বা বয়োজ্যেষ্ঠকে) অনুসরণ করে সমবেত কণ্ঠে বলবে—

 ওঁ মধু বাতা ঋতায়তে মধু ক্ষরন্তঃ সিন্ধবঃ।
মাধ্বীর্নঃ সন্তোষধীঃ।।
মধু নক্তমুতষসো মধুমৎ পার্থিবং রজঃ।
মধু দৌরস্তু নঃ পিতা।।
মধুমান্নো বনস্পতির্মধুমাঁ অস্তু সূর্যঃ
মাধ্বীর্গাবো ভবন্তু নঃ
ওঁ মধু ওঁ মধু ওঁ মধু

– আজকের এই গৃহপ্রবেশ সর্বতোভাবে সার্থক হোক। গৃহবাসীদের কাছে প্রতিবেশীরা মধুময় হোক। প্রতিবেশীদের কাছে গৃহবাসীরা মধুময় হোক। এই গৃহের কাছে গৃহবাসীরা মধুময় হোক। গৃহকে যেন আমরা যথাযোগ্য ভাবে সংরক্ষণ ও সংবর্দ্ধন করতে পারি। গৃহ যেন আমাদের শান্তিময় আস্রয় দিতে পারে।

ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি

তথ্যসূত্র