আদ্যানন্দ অবধূত

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
আদ্যানন্দ অবধূত

আচার্য্ আদ্যানন্দ অবধূত (??—২০ জানুয়ারী ২০১৪) আনন্দ মার্গ-এর একজন প্রবীন সন্যাসী তথা অবধূত ছিলেন। ১৯৮০ দশকের মধ্যভাগে তিনি প্রভাত রঞ্জন সরকার-এর দ্বারা আনন্দ মার্গ ধর্মে দীক্ষিত হন এবং আনন্দ মার্গ এ যুক্ত হন। কয়েক বছর পরে যখন তাঁর বয়স ৫৫ বছর হয়, তিনি আনন্দ মার্গের সর্বক্ষণের কর্মী রূপে কাজ শুরু করেন। ২০১৩ সালে তিনি আনন্দ মার্গ কলকাতা-র প্রকাশণী বিভাগে কাজ করছিলেন।

চারিত্রিক বৈশিষ্ট্য

আদ্যানন্দ অবধূত একজন সহজ সরল নিরাড়ম্বর ব্যাক্তি ছিলেন। কর্মযোগী এই ব্যাক্তি প্রভাত রঞ্জন সরকার-এর আদর্শ এবং শিক্ষা অধ্যয়ন এবং প্রচারে তাঁর জীবন উৎসর্গ করেন। ব্যাক্তিজীবনে যারাই আদ্যানন্দ অবধূত-এর সাথে পরিচিত হয়েছেন তারাই তাঁর সরল এবং আন্তরিক ব্যাবহার-এ মুগ্ধ হয়েছেন।

"অনেক তপস্যায়" ক্যালেন্ডার

"অনেক তপস্যায়" ক্যালেন্ডার

প্রভাত সঙ্গীত এর ৩৭৬৮ সংখ্যক গান-টি আদ্যানন্দ অবধূত-এর সবিশেষ প্রিয় ছিল। তিনি এই গানটির ভাবরাশিকে কেন্দ্র করে একটি ক্যলেন্ডার তৈরী করেন।

মৃত্যু

আদ্যানন্দ অবধূত ২০১৩-২১৮ সালে বয়স-জনীত কারণে পায়ই অসুস্থ থাকতেন এবং তিনি বেশ কিছু রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। ২০ জানুয়ারী ২০১৪ তারিখে সন্ধ্যা ৭ ঘটিকায় আদ্যানন্দ অবধূত কলকাতা-র তিলজলা অঞ্চলের আনন্দ মার্গ-এর মঠে শেষ নিঃশ্বাফ ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সমস্ত আনন্দ মার্গে শোকের ছায়া নেমে আসে।

তথ্যসূত্র