অপরিগ্রহ

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

অপরিগ্রহ হ'লো প্রভাত রঞ্জন সরকার-এর রচিত জীবন বেদ-এর ষষ্ঠ অধ্যায়।

অধ্যায় সংক্ষিপ্তসার

এই অধ্যায়ে প্রভাত রঞ্জন সরকার লেখেন— "ভোগক্রিয়ায় বিষয়ীগত সংযমের নাম ব্রহ্মচর্য আর বিষয়গত সংযমএর নামে অপরিগ্রহ। তিনি একটি সংস্কৃত শ্লোক উল্লেখ করেন—

দেহরক্ষাতিরিক্তভোগসাধনাস্বীকারোহপরিগ্রহঃ

এবং বলেন– দেহরক্ষার প্রয়োজন ব্যতীত অতিরিক্ত কোন বস্তুর আরাধনায় নিরত না থাকার নাম "অপরিগ্রহ

দেহ ধারণ বা জীবন ধারণ করতে হ'লে মানুষের কিছু প্রয়োজনীয়তা আছে, যেমন তার অন্ন চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে ক্রমশঃ সমাজের ওপ্র নির্ভরশীল হয়ে ঊঠতে থাকে। এই গুলো হ'লো তার সর্বনিম্ন প্রয়োজন। তাই এই সকল জিনিস সংগ্রহ করা অপরিগ্রহ-বিরোধী নয়।

তথ্যসূত্র