প্রভাত রঞ্জন সরকার

PRSarkar GentlemanPhoto 2.jpg

প্রভাত রঞ্জন সরকার (২১ মে ১৯২১— ২১ অক্টোবর ১৯৯০) একজন ভারতীয় বাঙালী দার্শনিক, লেখক এবং সঙ্গীতকার ছিলেন। প্রভাত রঞ্জন সরকার "শ্রী শ্রী আনন্দমূর্ত্তি" বা "বাবা" উপাধিতেও ভূষিত হন। ১৯৫৫ সালে তিনি "আনন্দ মার্গ" এবং "আনন্দ মার্গ প্রচারক সংঘ" স্থাপন করেন।

জীবনী

প্রভাত রঞ্জন সরকার এর জন্ম ২১ মে ১৯২১ সালে পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা)-র দিন সকাল ৬:০৭ এ হয়। তাঁর পিতা লক্ষ্মীনারায়ণ সরকার একজন প্রখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। সরকার-দের আদি বাড়ি ছিল বর্ধমান জেলার বামুনপাড়া অঞ্ল-এ। শৈশবে প্রভাত রঞ্জন মেধাবী এবং প্রতিভাসম্পন্ন শিশু ছিলেন। অতি শৈশব থেকেই তিনি ধ্যান অভ্যাস আরম্ভ করেন। ১৯৩৯ সালে তিনি জামালপুর ছেড়ে কলকাতা শহরে উচ্চ শিক্ষা লাভের জন্য আগমণ করেন এবং বিদ্যাসাগর কলেজে ভর্তি হন। কিন্তু তাঁর পিতার আকস্মিক মৃত্যু-র পর তাঁকে পড়া-শোনা ত্যাগ করতে হয়।