তাত্ত্বিক, আচার্য ও পুরোধা

তাত্ত্বিক, আচার্য ও পুরোধা প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এ্রর চতুর্থ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী সরকার আনন্দমার্গের তাত্ত্বিক, আচার্য ও পুরোধা সম্পর্কে আলোচনা করেছেন।

পরিচ্ছেদ সংক্ষিপ্তসার

এই পরিচ্ছেদে শ্রী সরকার আনন্দমার্গের তাত্ত্বিক, আচার্য ও পুরোধা সম্পর্কে আলোচনা করেছেন।

আচার্য

শ্রী সরকার বলেন যারা নিষ্ঠাবান, তেজস্বী, দর্শন বোঝে ও বোঝাতে পারে ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, কেবলমাত্র তারা আচার্য হওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

পুরোধা

যে সকল আচার্যের অন্ততঃ পাঁচশত জন শিক্ষাভাই আছে, তাদের মধ্যে যারা দুরূহ বিশেশ যোগে অভিজ্ঞ, কেবল মাত্র তারাই পুরোধার শিক্ষা পাবে। মার্গের দায়িত্বপূর্ণ কাজ গুলিক পুরোধাই সম্পন্ন করবেন।

তাত্ত্বিক

যারা অন্ততঃ কুড়ি জন (বিশেষ ক্ষেত্রে, পাঁচ জন) লোককে আধ্যাত্মিক ভাবধারায় উদ্বুদ্ধ করতে পারবে তারা তাত্ত্বিকের কাজ পাবে।

মার্গের আদর্শের সার্বভৌমে প্রচারের দিকে লক্ষ্য রেখে কেন্দ্রীয় সমিতির (কেন্দ্রীয় সংস্থা) সম্মতি অনুসারে ও পুরোধাপ্রমুখের স্বীকৃতি সাপেক্ষে এই নিয়ম সাময়িক ভাবে শিথিল করা যেতে পারে।

তথ্যসূত্র