আনন্দ বাণী সংকলন

আনন্দ বাণী সংকলন (ইংরেজীঃ Ánanda Váńii Saḿgraha) প্রভাত রঞ্জন সরকার-এর রচিত একটি বই। এই বইটি-তে প্রভাত রঞ্জন সরকার ৭৪ খানি সংক্ষিপ্ত আধ্যাত্মিক বাণী সংকলিত হয়েছে। প্রভাত রঞ্জন সরকার "আনন্দ বাণী সংকলন"-এর প্রথম বার্তা-টি প্রদান করেন ১ জানুয়ারি ১৯৫৬। আনন্দ বাণী সংকলন-এর সর্বশেষ বার্তা-টি প্রদত্ত হয় ১৯৯০ সালের মে মাসের পূর্ণিমা-র দিন।[১]

প্রচ্ছদ পাতা-র চিত্র

বৈশিষ্ট্য

আনন্দ বাণী সংকলন ৭৪ খানি সংক্ষিপ্ত আআধ্যাত্মিক বাণী সংকলন। প্রতিটি বার্তা-ই মানবজীবন, সমাজজীবন, ধর্ম, দর্শন এবং পরম-পুরুষ সংক্রান্ত।[১]

উদাহরণ

  1. জীবন একটি আধ্যাত্মিক সাধনা আর এই সাধনার ফল পরম পুরুষে সমর্পণ করতে হবে। (বানী ১২, বৈশাখী পূর্ণিমা, ১৯৬০)
  2. শান্তি সংগ্রামেরই পরিণাম। তাই বিশ্বের শান্তিপ্রিয় মানুষেরা যেন কখনও নিজেদের সংগ্রাম থেকে দূরে না রাখে। (বানী ১৮, ১ জানুয়ারী ১৯৬৩)
  3. পরম পুরুষ তোমাকে হাত-পা দিয়েছেন, শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। অসুরের বিরুদ্ধে সংগ্রামে তাদের সদ্ব্যবহার করো। দৈবে ভরসা করে নিশ্চেষ্ট হয়ে বসে থেকো না— কর্মতৎপর হও। (বাণী ৪৬, ১ জানুয়ারী ১৯৭৭)

পরিসংখ্যান

আনন্দ বাণী পরিসংখ্যান
বৎসর আনন্দ বানী বার্তা সংখ্যা
১৯৫৬
১৯৫৭
১৯৫৮
১৯৫৯
১৯৬০
১৯৬১
১৯৬২
১৯৬৩
১৯৬৪
১৯৬৫
১৯৬৬
১৯৬৭
১৯৬৮
১৯৬৯
১৯৭০
১৯৭১
১৯৭২
১৯৭৩
১৯৭৪
১৯৭৫
১৯৭৬
১৯৭৮
১৯৭৯
১৯৮০

তথ্যসূত্র

  1. ১.০ ১.১ আনন্দ বাণী সংকলন, প্রভাত রঞ্জন সরকার রচনা সংগ্রহ, ইলেকট্রনিক এডিশন, ইংরেজী, সংস্করণ ৭.৫