আনন্দমার্গে চর্যাচর্য (তৃতীয় খণ্ড)

আনন্দমার্গে চর্যাচর্য (তৃতীয় খণ্ড) হলো আনন্দমার্গে চর্যাচর্য-এর তৃতীয় বা ধর্মখণ্ড অধ্যায়। এই পুস্তকে প্রভাত রঞ্জন সরকার কীভাবে মানুষের দেহ রক্ষা কুরা উচিত, কীভাবে বিভিন্ন আসন এবং যোগিক প্রক্রিয়া করা উচিত, সেই সম্পর্কে বিস্তারিত নির্দেশ দিয়েছেন।

অধ্যায়সমূহ

আনন্দমার্গে চর্যাচর্য (তৃতীয় খণ্ড) ১০ টি অধ্যায়ে বিভক্ত। অধ্যায়গুলি হলো—

প্রকাশনা

আনন্দমার্গে চর্যাচর্য (তৃতীয় খণ্ড) প্রথম প্রকাশিত হয় বৈশাখী পূর্ণিমা ১৯৬৫ সালে। প্রভাত রঞ্জন সরকার পরবর্ত্তীকালে সত্তর ও আশির দশকে প্রয়োজনীয় ভেবে আরও কিছু নোতুন নির্দেশ সংযোজন করেন। বাংলা, হিন্দী ও ইংরাজী ভাষায় বিভিন্ন সময়ে সেগুলিকে নিয়ে ভিন্ন ভিন্ন সংস্করণ প্রকাশিত হয়।

তথ্যসূত্র