আনন্দমার্গে চর্যাচর্য

আনন্দমার্গে চর্যাচর্য হলো আনন্দ মার্গ-এর প্রবক্তা প্রভাত রঞ্জন সরকার বা শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজী-র অদ্বৈতবাদী দর্শনের পরিপ্রেক্ষিতে নিজস্ব ধারায় মানব সমাজের জন্য রচিত ত্রিশাস্ত্র। আনন্দমার্গে চর্যাচর্য- এর ত্রিশাস্ত্র হলো— ধর্মশাস্ত্র, দর্শনশাস্ত্র ও সমাজশাস্ত্র।

খণ্ডাবলী

আনন্দমার্গে চর্যাচর্য তিনটি খণ্ডে বিভক্ত—

  1. আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)
  2. আনন্দমার্গে চর্যাচর্য (দ্বিতীয় খণ্ড)
  3. আনন্দমার্গে চর্যাচর্য (তৃতীয় খণ্ড)

প্রকাশনা

আনন্দমার্গে চর্যাচর্য-এর তিন খণ্ড বই আনন্দমার্গ প্রচারক সংঘ দ্বারা প্রথম প্রকাশিত হয় এপ্রিল ১৯৫৬-তে। এর দ্বিতীয় সংশোধিত ও পরিবর্দ্ধিত সংস্করণ প্রকাশিত হয় জানুয়ারী ১৯৬৫ তে। এর পর ২০১০ সালের মে মাস অবধি এর দশখানি মুদ্রাঙ্কন হয়েছে।

তথ্যসূত্র