যাত্রাপ্রকরণ

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

যাত্রাপ্রকরণ প্রভাত রঞ্জন সরকার রচিত আনন্দমার্গে চর্যাচর্য (প্রথম খণ্ড)-এ্রর সপ্তদশ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে শ্রী সরকার যাত্রা কীভাবে শুরু করা উচিত সেই সম্পর্কে আলোচনা করেছেন।

পরিচ্ছেদ সংক্ষিপ্তসার

এই পরিচ্ছেদে শ্রী সরকার বলেছেন যাত্রাদিকালে তিথি-নক্ষত্রাদি বিচার করার দরকার নেই। তিনি নির্দেশ দেন গুরুমন্ত্রের দ্বারা যাত্রায় ব্রহ্মভাব আরোপ করে প্রয়োজনমত স্থানের উদ্দেশ্যে রওনা হতে। তিনি আরো বলেন তিথি-নক্ষত্রাদি বিচার করে চলতে গেলে সর্বদা সঙ্গে একটি পঞ্জিকা রাখতে হয়, যা' সম্পূর্ণ ভাবেই বাস্তব ধর্মবিরোধী।

তথ্যসূত্র