প্রভাতের অরুণ আলো

Sarkarverse থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

প্রভাতের অরুণ আলো আচার্য বিবেকানন্দ অবধূত-এর রচিত একটি বই। এই বইতে তিনি সংক্ষেপে প্রভাত রঞ্জন সরকার-এর জীবনী আলোচনা করেছেন। আচার্য পীযূষানন্দ অবধূত কর্তৃক বইটি প্রথম প্রকাশিত হয় ১ জানুয়ারী ২০০২ সালে।

পরিপ্রেক্ষিত

বিবাকনন্দ অবধূত অনুভব করেছিলেন প্রভাত রঞ্জন সরকার-এর সম্পূর্ণ জীবনী কোনো ভাষায় নেই বললেই চলে। এই চিন্তা থেকেই তিনি বাংলা ভাষায় একটি প্রভাত রঞ্জন সরকার-এর সম্পূর্ণ জীবনীগ্রন্থ রচনা করার পরিকল্পনা করেন।

অধ্যায়সমূহ

আচার্য বিবেকানন্দ তাঁর বইটিকে অনেক গুলি অধ্যায়ে বিভক্ত করেছেন। অধ্যায়গুলির নাম বইটির সূচিপত্র অনুযায়ী দেওয়া হ'লো—

  1. জামালপুর পর্ব
  2. কলকাতা পর্ব - ১
  3. আবার জামালপুর
  4. এবার আনন্দনগর
  5. এবার কেন্দ্র রাঁচী
  6. পটনা পর্ব
  7. কলকাতা পর্ব - ২
  8. মধুমালঞ্চের সেই আশ্চরযয বাগান
  9. বাবার হাস্য-পরিহাস
  10. ধর্মসমীক্ষাঃ সব চাইতে যুগান্তকারী ঘটনা
  11. নব্যমানবতাবাদ
  12. অভিশপ্ত ৩০শে এপ্রিল
  13. প্রভাতসঙ্গীতঃ "এক নূতনের সুর আজিকে বাজলো"
  14. "তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি"
  15. উপসংহার

তথ্যসূত্র